সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

কবিতা- ৮

চাইনি তো হে প্রিয় 

                    মাসুদ ইবনে আব্দুল্লাহ রকি

কবিতার ছন্দ গুলো হারিয়ে যায় নির্জনে,

ভালোবাসার মানুষ সামনে থেকেও 

রয় যেনো অনেক আড়ালে,

হারাতে চাইনি তো হে প্রিয় তোমায়,

হারাতে চাইনি তো তোমার হাত টা ধরে 

অচিন পথে হেটে যাবার বাহানা, 

তোমার ছবি চোখে ভাসলে হোক 

আমার দীর্ঘ নিশ্বাস,  

দুঃখ ক্লান্ত ভরা মন 

চাইনি তো কবু হে প্রিয়,  

তবু কেনো আজ এমনটা হলো আজ, 

দুইজন দুইজনার এতো কাছে থেকেও

হতে পারলাম নাহ আপন।

আমি চাইনি তো হে প্রিয় এমন,

আমি চাইনি 

আমি চাইনি  প্রিয়। 

😓😓😓

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

কবিতা - ৫ *


কবিতা -৪

তোমার কবিতা
    মোঃ মাসুদ ইবনে আব্দুল্লাহ

যার জন্য লিখা আমার এই কবিতা
সে তো দেখতে আসে আর।
যার লিখা আমার মনে ভাষা
সে পড়তে আসে না আর।
যার জন্য আবেগী স্বপ্ন বুনা
সে তো দেখে না স্বপ্ন আমার
যার জন্য ভালোবাসার সৃতিচারণ
সে তো বুঝে না এখন,
আমার মনের ভালোবাসার স্বপ্ন
আজও সেখানে যায় বার বার।
কবিতার ছন্দ আজ হারাতে বসেছে
তার দেখানো স্বপ্নের সাথে সাথে,
উঁকি দিয়ে দেখা দেয় বার বার ,
স্বপ্ন.............

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

কবিতা- ৩

তুমি যে আমার উপমা
        মোঃ মাসুদ ইবনে আব্দুল্লাহ রকি

রং তুলি ওই রং যে বলে
আঁকতেছো ছবি কার যে তুমি?
রং এর দেশে, রং বেরং এ
মিশে আছে যে অনেক কাহিনী।
অপলক সেই দৃষ্টি কোনে
হারিয়ে যাই যে আমি গভীর অরণ্যে।
তোমার ওই হাসি আজও
ঘুম কেড়ে নেয় গভীর রাতে। 
চোখে ভাসে সেই
মায়াবী কাজল কালো চোখের চাউনি
হারিয়েছি আমি  প্রতিটিক্ষণে।
বিশ্বাস প্রতিশ্রুতি থাকে আবদ্ধ
ভালোবাসার মানুষের জন্য।
_____________________........... চলছে

পুরোটা আসতেছে পরবর্তী আপডেট এ 


শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

কবিতা -২

ভালোবাসি বলে
  মোঃ মাসুদ ইবনে আবদুল্লাহ

তোকে ভালোবাসি বলে তো
আকাশটা দিতে পারবো না
তোকে ভালোবাসি বলে তো
আকাশটা ছুতে পারবো না

আকাশের ভালোবাসা ওই চাঁদ
সারাটা দিনই অপেক্ষায় থাকে তারা
কখন আসবে রাত।
ঘুম ভেংগে চাঁদ যখন
আকাশে চুমু খায়,
তাদের ভালোবাসা ভাসে  ওই
মন পাবনের নাউ।

আমার ভালোবাসা সত্যি আমার মতো করে
চিরোকাল রাখবো তোরে জনম জনম ধরে,
ঠোঁটের বাকে হাসি লাজে,
কসম কেটে বলি,
তুই সুধু স্বপ্ন আমার
ক্যানভাসের রংতুলি।

*কমেন্ট বক্সে  আপনার মতামত জানান