বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

কবিতা- ৩

তুমি যে আমার উপমা
        মোঃ মাসুদ ইবনে আব্দুল্লাহ রকি

রং তুলি ওই রং যে বলে
আঁকতেছো ছবি কার যে তুমি?
রং এর দেশে, রং বেরং এ
মিশে আছে যে অনেক কাহিনী।
অপলক সেই দৃষ্টি কোনে
হারিয়ে যাই যে আমি গভীর অরণ্যে।
তোমার ওই হাসি আজও
ঘুম কেড়ে নেয় গভীর রাতে। 
চোখে ভাসে সেই
মায়াবী কাজল কালো চোখের চাউনি
হারিয়েছি আমি  প্রতিটিক্ষণে।
বিশ্বাস প্রতিশ্রুতি থাকে আবদ্ধ
ভালোবাসার মানুষের জন্য।
_____________________........... চলছে

পুরোটা আসতেছে পরবর্তী আপডেট এ 


শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

কবিতা -২

ভালোবাসি বলে
  মোঃ মাসুদ ইবনে আবদুল্লাহ

তোকে ভালোবাসি বলে তো
আকাশটা দিতে পারবো না
তোকে ভালোবাসি বলে তো
আকাশটা ছুতে পারবো না

আকাশের ভালোবাসা ওই চাঁদ
সারাটা দিনই অপেক্ষায় থাকে তারা
কখন আসবে রাত।
ঘুম ভেংগে চাঁদ যখন
আকাশে চুমু খায়,
তাদের ভালোবাসা ভাসে  ওই
মন পাবনের নাউ।

আমার ভালোবাসা সত্যি আমার মতো করে
চিরোকাল রাখবো তোরে জনম জনম ধরে,
ঠোঁটের বাকে হাসি লাজে,
কসম কেটে বলি,
তুই সুধু স্বপ্ন আমার
ক্যানভাসের রংতুলি।

*কমেন্ট বক্সে  আপনার মতামত জানান 

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

পোস্ট

আমি চেস্টায় থাকবো প্রতিদিন একটা করে কবিতা আপলোড করার জন্য আমার এই ব্লগে।  আমার নিজের লিখা কবিতা সরাসরি আপলোড করা হবে, আপনার মন্তব্য কমেন্ট বক্সে করুন 
অনুমতি ব্যতীত কপি সম্পূর্ণ নিষেধ । 
কপি করার পূর্বে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।       

My picture AR


কবিতা-১

তুমি আসবে বলে
   মোঃ মাসুদ ইবনে আব্দুল্লাহ

তুমি আসবে বলে
আজও বসে থাকি সেই চেনা জায়গায়
তুমি আসবে বলে
রংতুলি দিয়ে আকি তোমার ছবি
তুমি আসবে বলে
ফিরে দেখি বার বার
তুমি আসবে বলে
চিন্তায় মজনুর হই একাকার
তুমি আসবে বলে
চেয়ে থাকি সেই রাস্তাটায়
তুমি আসবে বলে
নিজেকে এখনো ভাবি না একা
তুমি আসবে বলে
জীবনের পথ চলা ভেবেছি সহজতর
তুমি আসবে বলে
আজও আগলে রেখেছি নিজেকে
তুমি আসবে বলে
জমিয়ে রেখেছি না বলা কথা
তুমি আসবে বলে
জমানো ভালোবাসা রেখেছি যত্নে
কবে আসবে তুমি
আমার এই অসম্পূর্ণ জীবনে।