বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

কবিতা- ৩

তুমি যে আমার উপমা
        মোঃ মাসুদ ইবনে আব্দুল্লাহ রকি

রং তুলি ওই রং যে বলে
আঁকতেছো ছবি কার যে তুমি?
রং এর দেশে, রং বেরং এ
মিশে আছে যে অনেক কাহিনী।
অপলক সেই দৃষ্টি কোনে
হারিয়ে যাই যে আমি গভীর অরণ্যে।
তোমার ওই হাসি আজও
ঘুম কেড়ে নেয় গভীর রাতে। 
চোখে ভাসে সেই
মায়াবী কাজল কালো চোখের চাউনি
হারিয়েছি আমি  প্রতিটিক্ষণে।
বিশ্বাস প্রতিশ্রুতি থাকে আবদ্ধ
ভালোবাসার মানুষের জন্য।
_____________________........... চলছে

পুরোটা আসতেছে পরবর্তী আপডেট এ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন